গভীর শ্রদ্ধায় 'জাতীয় শোক দিবস ২০২২ পালন করেছে সিটি ব্যাংক।

গভীর শ্রদ্ধায় 'জাতীয় শোক দিবস ২০২২ পালন করেছে সিটি ব্যাংক।

১৫ আগস্ট সারাদিন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর বৃক্ষপ্রেমের প্রতি শ্রদ্ধা রেখে বারিধারা লেকসাইড রাজউক পার্কে বৃক্ষরোপন এবং অসহায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পরবর্তীতে ব্যাংকের সর্বস্তরের কর্মীদের নিয়ে 'বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল আয়োজনে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।