জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি ব্যাংকের বিশেষ আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি ব্যাংকের বিশেষ আলোচনা সভা

ঢাকা, আগস্ট ২১, ২০২৩: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি সিটি ব্যাংকের উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
শোকাবহ আগস্ট মাসকে যথাযথ মর্যাদার সঙ্গে পালনের উদ্দেশ্যে সিটি ব্যাংকের নানামুখী আয়োজনের অংশ হিসেবে ছিল এই আয়োজন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, মূখ্য আলোচক হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মূখ্যসচিব এবং সম্প্রতি সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনভিত্তিক মহাগ্রন্থ ‘মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক কবি-গবেষক কামাল চৌধুরী। আলোচক হিসেবে আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং ‘মুজিবপিডিয়া’র নির্বাহী সম্পাদক অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং কবি ও ‘মুজিবপিডিয়া’র সম্পাদক ফরিদ কবির।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, দেশ স্বাধীন না হলে আমাদের অর্থনৈতিক মুক্তি আসতো না। তিনি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত তার বিখ্যাত উপন্যাস ‘আগস্ট আবছায়া’ থেকে বঙ্গবন্ধু হত্যার নৃশংস বর্ণনা পড়ে শোনান।

‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' নিয়ে বিশেষ আলোচনা সভায় সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সারাদিন ব্যাংকের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও ওই দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর বৃক্ষরোপণের অনুপ্রেরণায় বৃক্ষরোপণ ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। মাসব্যাপী সিটি ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী কালো ব্যাজ পরিধান করেন এবং ব্যাংক ভবনের সম্মুখে শোক ব্যানার স্থাপন করা হয়।